রাষ্ট্রপতির সঙ্গে হাইকোর্টের নতুন বিচারপতিদের সৌজন্য সাক্ষাৎ
- By Jamini Roy --
- 05 December, 2024
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ২৩ জন বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন বিচারপতিদের নিয়োগ দেশের উচ্চতর আদালতের বিচারিক কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই নিয়োগের মাধ্যমে বিচারপ্রার্থীরা দ্রুত সেবা পাবেন এবং মামলার জট কমবে।
রাষ্ট্রপতি বিচারকদের উদ্দেশ্যে বলেন, "আপনারা মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবেন।" এ সময় তিনি আইন ও সংবিধান অনুযায়ী নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।
নবনিযুক্ত বিচারপতিরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা গ্রহণ করেন। তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।
এই সাক্ষাৎ দেশের বিচার বিভাগের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা উচ্চতর আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করবে।